পরিচিতি
টাইমস এভিয়েশন সিস্টেম লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর, যার প্রধান কার্যালয় “সিটি হার্ট”(৫ম তলা) ৬৭, নয়া পল্টন, ভিআইপি রোড, ঢাকা ও গুলশান অফিস “নাভানা টাওয়ার”(৬ষ্ঠ তলা) গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা এবং অন্য একটি রয়েছে নোয়াখালীর বৃহত্তম ব্যবসা কেন্দ্র চৌমুহানীতে।
আমরা হজ প্যাকেজ ও উমরাহ প্যাকেজ প্রদান করে আসছি। হজ ও ওমরা খাতে নতুন নতুন সুযোগ সুবিধা নিয়ে প্রতিবছর প্রায় শতাধিক হাজী সাহেবদের নিরলশ সেবা দিয়ে আসছি। হজ ও ওমরা সেবা প্রদানে আমরা সুন্নাহ ও শরীয়া মোতাবেক সার্ভিসের উপর সদা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের রয়েছে হজ সেবার ৪১ বছরের বাস্তব অভিজ্ঞতা। প্রতি বছরই আমরা একঝাক তরুন অভিজ্ঞ হক্কানী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হাজী সাহেবদের সেবা দিয়ে আসছি।
আমরা সূচনালগ্ন থেকে গ্রাহকদের সন্তুষ্টি ও সেবার মান নিশ্চয়তার বিষয়টি বিশেষভাবে গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি। গ্রাহকদের চাহিদা মেটানোর পাশাপাশি আমরা মানসম্মত সেবা প্রদান করতে অঙ্গীকারাবদ্ধ। আমাদের সেবার মান শুধু গ্রাহকদের সন্তুষ্টি নয় বরং আল্লাহ তায়ালার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রেখে আমরা সেবার প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখি। দীর্ঘ সময় আমরা অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সাথে কাজ করে আসছি। এমন দুর্দান্ত সাফল্য প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্যতা এবং মান বজায় রাখারই প্রতিফলন।

আমাদের অভিজ্ঞতা
১৯৮৩ সাল থেকে
আমরা ১৯৮৩ সালে ভ্রমণ ব্যবসা শুরু করি এবং ১৯৮৬ সালে আমাদের জাতীয় এয়ারলাইন্স বিমান বাংলাদেশ দ্বারা অনুমোদিত হয়। আমাদের প্রতিষ্ঠান ১৯৯১ সালে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়োশন (IATA) দ্বারা অনুমোদিত হয়েছে এবং আমরা ATAB (Association of Travel Agent of Bangladesh) এর সদস্য। এছাড়াও আমরা বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সি। টাইমস এভিয়েশন সিস্টেম লিমিটেড “HAAB” হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর একজন গর্বিত মেম্বার।
দীর্ঘ ৪১ বছরে, আমরা বিভিন্ন সংস্থা যেমন সরকারি, আধা-সরকারি, সশস্ত্র বাহিনী, বহুজাতিক কোম্পানি, এনজিও, বেসরকারি সংস্থা, নিয়োগকারী সংস্থা এবং খ্যাতি সম্পন্ন ব্যক্তিদের সেবা প্রদান করছি।
আমরা সল্প মূল্যে বিমান টিকেট, হোটেল বুকিং এবং হলিডে প্যাকেজ ইন-বাউন্ড এবং আউট-বাউন্ড, ওমরাহ প্যাকেজ এবং হজ প্যাকেজ, বৈদেশিক মুদ্রা বিনিময় এবং বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করি।
হজ লাইসেন্স নম্বর: 176
MEMBERof
HAAB
HAJJ AGENCIES ASSOCIATION OF BANGLADESH
DCCI
DHAKA CHAMBER OF COMMERCE & INDUSTRY
IATA
INTERNATIONAL AIR TRANSPORT ASSOCIATION
ATAB
ASSOCIATION OF TRAVEL AGENTS OF BANGLADESH
Flight
Our Affiliations












